নর
নর1 [ nara1 ] বি. সারি, পঙ্ক্তি, শ্রেণি।
[ফা. নহ্র-তু. সং. লহরি]।
নরি বিণ. পঙ্ক্তিবিশিষ্ট; শ্রেণিবদ্ধ (সাতনরি হার)।
নর2 [ nara2 ] বি. 1 মানুষ (নরদেহ, নরকঙ্কাল); 2 পুরুষ মানুষ (নরনারী); 3 ঋষিবিশেষ; 4 (বাং.) বিণ. মর্দা (নর হরিণ)।
[সং. √ নৃ + অ]।
স্ত্রী. নারী।
নরকঙ্কাল বি. মানবদেহের অস্হিময় কাঠামো।
নরকপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা।
নরখাদক বিণ. মানুষ খায় এমন।
☐ বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি।
নরদেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ।
নরনারায়ণ বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণ ও অর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ।
নরপতি বি. নৃপতি, রাজা।
নরপশু বি. পশুবত্ হৃদয়হীন আচরণকারী মানুষ।
নরপিশাচ বি. পিশাচের মতো হিংস্র ও জঘন্য প্রবৃত্তিবিশিষ্ট মানুষ।
নরপুঙ্গব বি. মানবশ্রেষ্ঠ।
নরমুণ্ড বি. মানুষের মাথা।
নরমেধ বি. প্রাচীন যজ্ঞবিশেষ যাতে মানুষ বলি দেওয়া হত।
নরলোক বি. মর্ত্যধাম, পৃথিবী।
নরসমাজ বি. মানুষের সমাজ; মানবসম্প্রদায়।
নরসিংহ, নরহরি, নৃসিংহ বি. 1 মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং কোমরের নিম্নাংশ সিংহের আকৃতিবিশিষ্ট বিষ্ণুর অবতারবিশেষ; নৃসিংহ অবতার; নরশ্রেষ্ঠ।
নরসুন্দর বি. নাপিত।