নত
নত [ nata ] বিণ.
১. হেঁট, আনত (নত হয়ে দেখা);
২. প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া);
৩. বিনীত, নম্র (নতভাবে কথা বলা);
৪. নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির);
৫. নিচু, অনুন্নত।
[সং. √ নম্ + ত]।
নতজানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন।
নতদৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন।
নতনাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা।
নতমস্তক, নতশির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)।
নতমুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)।
বিণ. (স্ত্রী.) নতমুখী।
নতি [ nati ] বি.
১. নত অবস্হা বা ভাব;
২. ঝোঁক, প্রবণতা;
৩. প্রণাম;
৪. পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা);
৫. বিনয়, নম্রতা;
৬. বিনীত প্রার্থনা বা আবেদন;
৭. (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...