উভ

উভ [ ubha ] সর্ব. উভয়, দুইজন (‘দেশকাল উভে জিনি’: ব্র. স.)।

[সং. √উভ্ + অ]।

উভচর, উভয়চর–বিণ. জল ও স্হল উভয় স্হানেই বিচরণ করতে পারে এমন, amphibious.

উভলিঙ্গ–বিণ. বি. একই দেহে লিঙ্গ ও যোনিবিশিষ্ট (প্রাণী), androgynous: (ব্যাক.) স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গবোধক (উভলিঙ্গ শব্দ)।

উভ [ ubha ] বিণ. উঁচু: ঊর্ধ্বমুখী (উভলেজ)।

[প্রাকৃ. উদ্ভ < ঊর্ধ্ব]।

উভরড়ে–ক্রি-বিণ. (প্রা. বাং.) দ্রুতবেগে।

উভরায়–ক্রি-বিণ. (বর্ত. অপ্র.) উচ্চকণ্ঠে, উচ্চরবে।

উভরোল–বি. উচ্চ শব্দ, গণ্ডগোল।

উভে–ক্রি-বিণ. উচ্চতায়; খাড়াভাবে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post