উচ্চ

উচ্চ [ ucca ] বিণ.
১. উন্নত (‘রহিবে উচ্চ শির’);
২. উঁচু (উচ্চবৃক্ষ);
৩. সম্ভ্রান্ত, অভিজাত (উচ্চবংশীয়);
৪. জোরালো (উচ্চকণ্ঠ);
৫. চড়া (উচ্চমূল্য, উচ্চহার);
৬. ঊর্ধ্বতন (উচ্চ আদালত)।

[সং. উত্ + √ চি + অ]।

বি. উচ্চতা

উচ্চগ্রাম–বি. উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ।

উচ্চনীচ–বিণ.
১. উঁচুনিচু, উন্নত-অনুন্নত;
২. উত্তম ও অধম।

উচ্চবাচ্য–বি. সাড়াশব্দ; বাদ-প্রতিবাদ; ভালোমন্দ মন্তব্য।

উচ্চবিত্ত–বিণ. অর্থশালী; আর্থিক সচ্ছলতাযুক্ত।

উচ্চবিদ্যালয়–বি. যে বিদ্যালয়ে প্রবেশিকা বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়।

উচ্চভাষী–বিণ. কড়া কথা বলে এমন; চড়া গলায় কথা বলে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post