আরক্ত
আরক্ত [ ārakta ] বিণ.
১. ঈষত্ রক্তবর্ণ, রক্তাভ (বিকেলের আরক্ত আকাশ);
২. গাঢ় লাল (আরক্ত চক্ষু)।
[সং. আ + রক্ত]।
আরক্তচক্ষু, আরক্তনয়ন, আরক্তলোচন–বিণ.
১. রক্তবর্ণ চোখযুক্ত, চোখ লাল হয়েছে এমন;
২. ক্রুদ্ধ।
আরক্তমুখ–বিণ. (লজ্জায়) মুখ লাল হয়েছে এমন।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...