আদ্য

আদ্য [ ādya ] বিণ.
১. প্রথম; আদিম; আদিতে জন্ম এমন;
২. শ্রেষ্ট।

[সং. আদি + য]।

আদ্যশ্রাদ্ধ–বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ।

আদ্যন্ত–বি.
১. প্রথম ও শেষ;
২. প্রথম থেকে শেষ।

বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া ; পূর্বাপর।

আদ্যপ্রান্ত–বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ।

ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)।

আদ্যরস–বি. আদিরস।

আদ্যশ্রাদ্ধ–বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়া বাড়ি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...