অসিত

অসিত [ asita ] বি. কৃষ্ণবর্ণ, কালো রং।

বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের; শ্যামল।

[সং. ন + সিত]।

স্ত্রী. অসিতা।

অসিতনয়ন–বিণ. কালো চোখবিশিষ্ট।

স্ত্রী. অসিতনয়না। 

অসিতাঙ্গ–বিণ. কৃষ্ণাঙ্গ, কৃষ্ণবর্ণ দেহবিশিষ্ট, শ্যামাঙ্গ।

স্ত্রী. অসিতাঙ্গী।

অসিতাপাঙ্গ–বিণ. কৃষ্ণবর্ণ নেত্রপ্রান্তবিশিষ্ট; চোখ বা চোখের প্রান্ত কালো এমন।

স্ত্রী. অসিতাপাঙ্গী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...