অসহযোগ

অসহযোগ, অসহযোগিতা [ asaha-yōga, asaha-yōgitā ] বি.
১. সহযোগ না করা; অন্যের কাজে সাহায্য না করা;
২. অনাদর;
৩. উপেক্ষা।

[সং. ন + সহযোগ, সহযোগিতা]।

অসহযোগ আন্দোলন–বি. রাজ্যশাসনের কাজে ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতীয় জনগণের সহযোগিতা না করার জন্য গান্ধিজির নেতৃত্বে আন্দোলন, non-cooperation movement.

অসহযোগী (-গিন্)–বিণ. সহযোগ বা সহযোগিতা করে না এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...