অশিক্ষা

অশিক্ষা [ aśikşā ] বি. শিক্ষার অভাব; লেখাপড়া অভাব; কুশিক্ষা।

[সং. ন + শিক্ষা]।

অশিক্ষিত–বিণ.
১. শিক্ষা পায়নি এমন; বিদ্যাহীন; লেখাপড়া করেনি এমন;
২. মূর্খ; 
৩. দক্ষতা নেই এমন, অদক্ষ, অপটু।

স্ত্রী. অশিক্ষিতা।

অশিক্ষিত পটুত্ব–বি. যথাবিধি শিক্ষাপ্রাপ্ত না হয়েও কোনো বিষয়ে নৈপুন্য।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...