অর্থ

অর্থ [ artha ] বি.
১. ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য;
২. প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন);
৩. পার্থিব সৌভাগ্য  (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ);
৪. প্রার্থনা বা প্রার্থনার বিষয়;
৫. কাম্য বস্তু (পুরুষার্থ);
৫. রাজনীতি (অর্থশাস্ত্র); 
৬. কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)।

[সং. √ অর্থ + অ, √  ঋ + থ]।

অর্থকরী–বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)।

অর্থকষ্ট, অর্থকৃচ্ছ্র–বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি।

অর্থকামী (-মিন)–বিন. টাকাপয়সা পেতে চায় এমন।

অর্থগৃধ্নু–বি. টাকার লোভ আছে এমন।

অর্থচিন্তা–বি. পয়সাকড়ির জন্য ভাবনা।

অর্থচেষ্টা–বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা।

অর্থদণ্ড–বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)।

অর্থনাশ–বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়।

অর্থনীতি–বি. ধনবিজ্ঞান, economics.

অর্থনৈতিক–বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর  অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)।

অর্থপিশাচ–বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)।

অর্থপ্রাপ্তি–বি. ধনলাভ।

অর্থবান, অর্থবান্–বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন।

অর্থবিদ্যা–বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic.

অর্থবিনিয়োগ–বি. (ব্যবসায়ে) টাকা খাটানো।

অর্থব্যয়–বি.  টাকা খরচ।

অর্থভাগ্য–বি. ধনলাভের সৌভাগ্য।

অর্থলিপ্সা–বি. টাকাপয়সার অত্যধিক লোভ।

অর্থলিপ্সু–বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন।

অর্থশালী (-লিন)–বিণ. ধনী।

অর্থশাস্ত্র–বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র।

অর্থশূন্য–বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন।

অর্থসংগ্রহ, অর্থসংস্হান–বি. টাকাপয়সার জোগাড়।

অর্থসংকট, অর্থসঙ্কট–বি. টাকার সমস্যা।

অর্থসমস্যা–বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা।

অর্থহানি–বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়।

অর্থহীন–বিণ. ধনহীন; দরিদ্র। 

অর্থাগম–বি. ধনপ্রাপ্তি।

অর্থোপার্জন–বি. টাকাপয়সা আয়।

 

অর্থ [ artha ] বি. তাত্পর্য; মানে (কথার অর্থ, শব্দের অর্থ)।

[সং. √ + অ]।

অর্থগৌরব–বি. তাত্পর্য বা ভাবের উত্কর্ষ।

অর্থগ্রহ–বি. অর্থবোধ, মানে বোঝা।

অর্থবহ–বিণ. যার মধ্যে বিশেষ মানে বা তাত্পর্য নিহিত আছে।

অর্থবিত্, অর্থবিদ–বিণ. শব্দার্থ সম্বন্ধে অভিজ্ঞ, তত্ত্বজ্ঞ।

অর্থভেদ–বি. মানে বা তাত্পর্যের পার্থক্য বা ভিন্নতা।

অর্থময়, অর্থযুক্ত–বিণ. মানে বা তাত্পর্য আছে এমন।

অর্থশূন্য, অর্থহীন–বিণ. মানে বা তাত্পর্য নেই এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...