অমৃত

অমৃত [ amŗta ] বি. ১. যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; ২. দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); ৩. দেবলোক, স্বর্গ;  ৪. মোক্ষ; মুক্তি।

বিণ. ১. অত্যন্ত মধুর (অমৃত ফল); ২. জীবনরক্ষাকারী; ৩. অমর।

[সং. ন + মৃত]।

অমৃতকুণ্ডু–বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য  থাকে এমন পাত্র।

অমৃতফল–বি. আম।

অমৃতবল্লী–বি. গুলঞ্চ।

অমৃতভাষী (-ষিন্)–বিণ. মধুরভাষী।

স্ত্রী. অমৃতভাষীণী।

অমৃতমন্হন–বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত  উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ।

অমৃতযোগ–বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ।

অমৃতরস–বি. সুধারস; অতি মধুর রস।

অমৃতলোক–বি. দেবলোক, স্বর্গ। 

অমৃতহ্রদ–বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ।

অমৃতা–বি. ১. হরীতকী; ২. নাড়ীবিশেষ।

অমৃতি–বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি  প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?)

অমৃতোপম–বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...