অমিত

অমিত [ amita ] বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)।

[সং. ন + মিত]।

অমিততেজা (-তেজস্)–বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী।

অমিতবিক্রম–বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত।

অমিতবাক, অমিতবাক্, অমিতভাষী (-ষিন্)–বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল।

অমিতব্যয়–বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ।

অমিতব্যয়িতা–বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস।

অমিতব্যয়ী (-য়িন্)–বিণ. বেহিসাবি খরচ করে এমন।

অমিতশক্তি–বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)।

অমিতাচার–বি. অসংযত আচরণ, অসংযম।

বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী।

অমিতাচারী (-রিন্)–বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন।

বি. অমিতাচারিতা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...