অমানুষ

অমানুষ [ amānuşa ] বিণ.
১. মনুষ্যত্বহীন, মানুষের গুণ নেই এমন; পশুর মতো স্বভাববিশিষ্ট;
২. অলৌকিক, মনুষ্যাতীত।

বি. মানুষ ছাড়া অন্য; মনুষ্যত্বহীন ব্যক্তি; পশুতুল্য মানুষ, স্বভাবে হীন এমন ব্যক্তি।

[সং. ন + মানুষ]।

অমানুষিক–বিণ.
১. মানুষের অসাধ্য (অমানুষিক পরিশ্রম);
২. মানুষের পক্ষে অসহ্য (অমানুষিক অত্যাচার)।

বি. অমানুষিকতা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...