অভিসার
অভিসার [ abhi-sāra ] বি. (সংস্কৃত সাহিত্যে) পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার জন্য নায়ক-নায়িকার কোনো নির্দিষ্ট স্হানে যাওয়া; প্রিয়মিলনের জন্য দুঃখকষ্ট বরণ; (আল.) কোনো গুপ্ত উদ্দেশ্যে গোপন অভিযান (রাতের অন্ধকারে অভিসারে বেরল)।
[সং. অভি + √ সৃ + অ]।
অভিসারক, অভিসারী (-রিন্)–বিণ. বি. যে অভিসার করে; যে এগিয়ে যায় বা অগ্রসর হয়
(পর্বতাভিসারী)।
স্ত্রী. অভিসারিকা, অভিসারিণী।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...