অভিবাদন
অভিবাদন [ abhi-bādana ] বি. শ্রদ্ধা দেখানো, সম্মান দেখানো, নমস্কার জ্ঞাপন, বন্দনা।
[সং. অভি + √ বদ্ + ণিচ্ + অন]।
অভিবাদক–বিণ. বি. অভিবাদনকারী, নমস্কার করে বা সম্মান প্রদর্শন করে এমন (লোক)।
স্ত্রী. অভিবাদিকা।
অভিবাদ্য–বিণ. অভিবাদনের উপযুক্ত, অভিবাদনের যোগ্য।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...