অবিলম্ব
অবিলম্ব [ abilamba ] বি. বিলম্বের অভাব; ত্বরা, শীঘ্রতা।
বিণ. বিলম্বহীন, দ্রুত, তাড়াতাড়ি।
[সং. ন + বিলম্ব]।
অবিলম্বিত–বিণ. ত্বরিত, দ্রুত, তাড়াতাড়ি করা হয়েছে এমন (অবিলম্বিত সিদ্ধান্ত)।
অবিলম্বে–ক্রি-বিণ. দেরি না করে, তাড়াতাড়ি।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে
থেকে:
Loading books...