অবশ্য

অবশ্য [ abaśya1 ] বিণ. বশ করা যায় না এমন, অবাধ্য।

[সং. ন + বশ্য]।

বি. অবশ্যতা।

 

অবশ্য [ abaśya2 ] অব্য. ক্রি-বিণ. বিণ-বিণ.
১. নিশ্চয়, নিশ্চিতভাবে (অবশ্যপালনীয়, অবশ্য করতে হবে); নিংসংশয়ে, বলা বাহুল্য;
২. তবে, পক্ষান্তরে (মাংস খাওয়া ভালো, অবশ্য পরিমিত মাত্রায়)।

[সং. অবশ্যম্]।

অবশ্য অবশ্য–ক্রি-বিণ. নিশ্চয়ই, বলা বাহুল্য।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...