অপহ্নব
অপহ্নব, অপহ্নুতি [ apahnaba, apahnuti ] বি.
১. (সত্যের) অপলাপ, (সত্য) গোপন;
২. অস্বীকার;
৩. চৌর্য;
৪. (অল.) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্হাপন (যেমন, ‘বৃষ্টিজলে গগন কাঁদিলা’: মধু.)।
[সং. অপ + √ হ্নু + অ, তি]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে
থেকে:
Loading books...