অন্তর

অন্তর [ antara ] বি.
১. হৃদয়, মন (‘অন্তর মম বিকশিত করো’: রবীন্দ্র);
২. তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর);
৩. ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে);
৪. পার্থক্য, তারতম্য;
৫. ভেদ (মতান্তর);
৬. পরিধান (অন্তরীয়)।

বিণ.
১. (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর);
২. আত্মীয় (অন্তরতম)।

[সং. অন্ত + √ রা + অ]।

বিণ. অন্তরজ্ঞ, অন্তরস্হ।

বি. অন্তরটিপুনি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...