অন্তর্মুখ

অন্তর্মুখ [ antarmukha ] বিণ.
১. ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন;
২. আত্মবিষয়ে চিন্তাশীল, introspective;
৩. বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন;
৪. ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)।

[সং. অন্তর্ + মুখ]।

স্ত্রী. অন্তর্মুখী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...