অ অগভীর জলে সফরী ফরফরায়তে অগভীর জলে সফরী ফরফরায়তে 1 অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেড়ায়; 2 (আল.) সামান্য বিদ্যার অধিকারীরাই বিদ্যা জাহির করে বেশি।
অ অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট — কোনো কাজে বেশি লোক নিযুক্ত হলে কাজ নষ্ট হয়।
অ অতি বড় ঘরনি না পায় ঘর অতি বড় ঘরনি না পায় ঘর — প্রায়ই ঘরকন্নার কাজে অতিশয় নিপুণা নারীর স্বামীর ঘরকন্নার সুযোগ জোটে না।
অ অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট – এক কাজে অনাবশ্যক অনেক কর্মী জুটলে বিশৃঙ্খলা ঘটে এবং কাজ পণ্ড হয়।
অ অনুলোম্য অনুলোম্য [ anu-lōmya ] বি. ১. স্বাভাবিক ক্রম, যথাক্রম; ২. অনুকূল ভাব, আনুকূল্য। [সং. অনুলোম + য]।