ষটপঞ্চাশত্তম

ষটপঞ্চাশ, ষটপঞ্চাশত্তম বিণ. ৫৬ সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ষটপঞ্চাশত্তমী।

ষটপঞ্চাশ

ষটপঞ্চাশ, ষটপঞ্চাশত্তম বিণ. ৫৬ সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ষটপঞ্চাশত্তমী।

ষটপদ

ষটপদ বিণ. ছয়টি পা-যুক্ত। ☐ বি. ভ্রমর।

ষটপদী

ষটপদী বিণ. ষট্ পদ -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. ১. উকুন; ২. ভ্রমরী; ৩. ছয়চরণযুক্ত ছন্দবিশেষ।

ষটষষ্ঠিতম

ষটষষ্ঠিতম বিণ. ৬৬ সংখ্যক বা স্হানীয়। স্ত্রী. ষটষষ্ঠিতমী।

ষটষষ্ঠি

ষটষষ্ঠি বি. বিণ. ৬৬ সংখ্যা বা তার পূরক।