য যক্ষ যক্ষ [ yakṣa ] বি. ১. ভূগর্ভে প্রোথিত ও স়ঞ্চিত ধনরাশির রক্ষক প্রেতযোনিবিশেষ, যক; ২. (আল.) অতি কৃপণ ব্যক্তি। [সং. যক্ষ্ + অ]। যক্ষপুরী কৈলাস পর্বতের উপর অবস্হিত কুবেরের রাজধানী, অলকা। যক্ষরাজ বি. ধন ঐশ্বর্যের অধিদেবতা কুবের।
য যজন যজন [ yajana ] বি. ১. যজ্ঞ; ২. দেবতার পূজা করা, যজ্ঞ করা। [সং. √ যজ্ + অন]। যজনীয়, যজ্য বিণ. পূজার যোগ্য, উপাসনা করার বা ভক্তি করার উপযুক্ত।
য যক্ষ্মা যক্ষ্মা [ yakṣmā ] (-ক্ষ্মন্) বি. ক্ষয়রোগবিশেষ, ক্ষয়কাশি, টিবিরোগ, phthisis. [সং. √ যক্ষ্ + মন্]।
য যকৃত যকৃত্ [ yakṛt ] বি. ১. পেটের মধ্যে ডানদিকে অবস্হিত পিত্তনিঃসারক গ্রন্হিময় যন্ত্র, liver; ২. পিত্তাশয়বর্ধক পীড়াবিশেষ। [সং যম্ + কৃ + ক্বিপ্]।
য যক দেওয়া যক দেওয়া ক্রি. বি. ১. সঞ্চিত ধনরত্নসহ একটি জীবন্ত বালককে ভূগর্ভে সমাধি দেওয়া যাতে ওই বালক মৃত্যুর পর যক্ষরূপে উক্ত ধনরাশি রক্ষা করতে পারে; ২. (কথ্য) ঠকিয়ে টাকাপয়সা আদায় করা, ঠকানো।