য যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন (আল.) বিশেষ কোনো তফাত নেই; এতটাই যদি করা হয় তবে আর অল্প একটু করতে দোষ কী-এই ভাব।
য যোগাড় জোগাড়, (বর্জি.) যোগাড় [ jōgāḍ়, (barji.) yōgāḍ় ] বি. 1 সংগ্রহ (টাকার জোগাড়); 2 আয়োজন (বিয়ের জোগাড়)। [সং. যোগ + বাং. আড়]।
য যুঝা জুঝা, যুঝা [ jujhā, yujhā ] ক্রি. 1 লড়া, যুদ্ধ করা; 2 বাধাবিঘ্নের মোকাবিলা করা (দারিদ্রের সঙ্গে যুঝতে হচ্ছে)। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ যুধ্]। জুঝানো ক্রি. লড়াই করানো; লড়াইয়ে বাধ্য বা উত্সাহিত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [জোঝা দ্র]।
য যার ধন তার ধন নয় নেপোয় মারে দই যার ধন তার ধন নয় নেপোয় মারে দই — যারা পরিশ্রম করে তারা পরিশ্রমের ফল ভোগ করে না, চালাক লোকে ফাঁকি দিয়ে সে ফল ভোগ করে।