ত্রিপথগামিনী

ত্রিপথগা, ত্রিপথগামিনী — স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ।

ত্রিপথগা

ত্রিপথগা, ত্রিপথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ।

ত্রিপর্ণ

ত্রিপর্ণ বি. পলাশ গাছ। ☐ বিণ. তিনটি পাতাযুক্ত।

ত্রিপাদ

ত্রিপাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। ☐ বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ।

ত্রিপাপ

ত্রিপাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ।

ত্রিপিটক

ত্রিপিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ।

ত্রিপুণ্ড্রক

ত্রিপুণ্ড্র, ত্রিপুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক।

ত্রিবিক্রম

ত্রিবিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি ‘বিক্রম’ বা পদক্ষেপ বলে।