ত্রিত্ব

ত্রিত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব,trinity.

ত্রিদশ

ত্রিদশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা।

ত্রিধা

ত্রিধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে।

ত্রিদোষ

ত্রিদোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ।