তিরাশি

তিরাশি [ tirāśi ] বি. বিণ. ৮৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্র্যশীতি]।

তিরানব্বই

তিরানব্বই, (কথ্য) তিরানব্বুই [ tirā-nabbi, (kathya) tirā-nabbui ] বি. বিণ. ৯৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রিনবতি]।

তিলকে তাল করা

তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা।

তিরস্কারিণী

তিরস্করণী, তিরস্করিণী, তিরস্কারিণী [ tiraskaraṇī, tiraskariṇī, tiraskāriṇī ] বি. 1 অদৃশ্য হওয়ার বিদ্যা; 2 পর্দা; যবনিকা; 3 (আল.) বাধা। [সং. তিরস্ + করণী, করিণী, কারিণী]।

তিরস্করিণী

তিরস্করণী, তিরস্করিণী, তিরস্কারিণী [ tiraskaraṇī, tiraskariṇī, tiraskāriṇī ] বি. 1 অদৃশ্য হওয়ার বিদ্যা; 2 পর্দা; যবনিকা; 3 (আল.) বাধা। [সং. তিরস্ + করণী, করিণী, কারিণী]।

তিরস্করণী

তিরস্করণী, তিরস্করিণী, তিরস্কারিণী [ tiraskaraṇī, tiraskariṇī, tiraskāriṇī ] বি. 1 অদৃশ্য হওয়ার বিদ্যা; 2 পর্দা; যবনিকা; 3 (আল.) বাধা। [সং. তিরস্ + করণী, করিণী, কারিণী]।

তিন্তিলী

তিন্তিড়, তিন্তিড়ী, তিন্তিলী [ tintiḍ়, tintiḍ়ī, tintilī ] বি. তেঁতুল গাছ বা তার ফল। [সং. তিন্তিড় + ঈ, ড় স্হানে ল]।

তিরস্কৃত

তিরস্কৃত বিণ. 1 ভর্ত্সিত; 2 অনাদৃত; 3 নিন্দিত; 4 আচ্ছাদিত।

তিরস্কার

তিরস্কার [ tiraskāra ] বি. 1 ভর্ত্সনা, ধমক; 2 অনাদর, অবজ্ঞা; 3 নিন্দা। [সং. তিরস্ + √ কৃ + অ]। তিরস্কৃত বিণ. 1 ভর্ত্সিত; 2 অনাদৃত; 3 নিন্দিত; 4 আচ্ছাদিত।

তিল

তিল [ tila ] বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। ☐ বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র (‘তিল ঠাঁই আর নাহি রে’: রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)।...