তির্যকপাতন

তির্যকপাতন বি. বকযন্ত্রের সাহায্যে চুয়ানোর কাজ।

তির্যক

তির্যক [ tiryaka ] (তির্যক্) বিণ. 1 বাঁকা, কুটিল (তির্যক গতি, তির্যক দৃষ্টি); 2 তেরছা, কোনাচে, বাঁকা (তির্যক রেখা); 3 (বিরল) মনুষ্যেতর (তির্যক প্রাণী)। [সং. তিরস্ + √ অন্চ্ + ক্বিপ্]। তির্যকপাতন বি. বকযন্ত্রের সাহায্যে চুয়ানোর কাজ। তির্যকযোনি বি. 1 মনুষ্যেতর প্রাণী, পশু, পাখি প্রভৃতি জীব; 2 পশুপাখির যোনি বা জননেন্দ্রিয়।

তিরোহিত

তিরোহিত, তিরোভূত বিণ. 1অন্তর্হিত; 2 মৃত। বিণ. স্ত্রী. তিরোহিতা, তিরোভূতা।

তিরোভাব

তিরোধান, তিরোভাব [ tirō-dhāna, tirō-bhāba ] বি. 1 অন্তর্ধান, অদৃশ্য হওয়া (হঠাত্ আবির্ভাব, হঠাত্ তিরোধান); 2মহাপুরুষের মৃত্যু (স্বামী বিবেকানন্দের তিরোধান)। [সং. তিরস্ + √ ধা অন; তিরস্ + √ ভূ + অ]।

তিরোধান

তিরোধান, তিরোভাব [ tirō-dhāna, tirō-bhāba ] বি. 1 অন্তর্ধান, অদৃশ্য হওয়া (হঠাত্ আবির্ভাব, হঠাত্ তিরোধান); 2মহাপুরুষের মৃত্যু (স্বামী বিবেকানন্দের তিরোধান)। [সং. তিরস্ + √ ধা অন; তিরস্ + √ ভূ + অ]। তিরোহিত, তিরোভূত বিণ. 1অন্তর্হিত; 2 মৃত। বিণ. স্ত্রী. তিরোহিতা, তিরোভূতা।

তিরিক্ষে

তিরিক্ষি, তিরিক্ষে [ tirikṣi, tirikṣē ] বিণ. উগ্র, একটুতেই রেগে ওঠে বা উত্তেজিত হয় এমন, রগচটা (তিরিক্ষি মেজাজের লোক)। [প্রাকৃ. তিরিক্খ; তু. সং. তির্যক্]।

তিরিক্ষি

তিরিক্ষি, তিরিক্ষে [ tirikṣi, tirikṣē ] বিণ. উগ্র, একটুতেই রেগে ওঠে বা উত্তেজিত হয় এমন, রগচটা (তিরিক্ষি মেজাজের লোক)। [প্রাকৃ. তিরিক্খ; তু. সং. তির্যক্]।

তিরি

তিরি [ tiri ] বি. তিন বিন্দুযুক্ত বা ফোঁটাযুক্ত তাস (ইস্কাবনের তিরি)। [< সং. ত্রি]।