তুঁতিয়া

তুঁতিয়া, তুঁতে [ tun̐tiẏā, tun̐tē ] বি. তামা গন্ধক ও অম্ল ঘটিত পদার্থবিশেষ, হরিতাশ্ম, কপার সালফেট, copper sulphate; বা তার হালকা নীল রং। [সং. তুত্থক]।

তুই

তুই [ tui ] সর্ব. তুচ্ছার্থে বা অনাদরে তুমি -র রূপভেদ; নিম্নপদস্হ, কনিষ্ঠ বা অত্যন্ত অন্তরঙ্গ ব্যক্তির প্রতি প্রযোজ্য। [সং. ত্বম্]। তুইতোকারি বি. তুই, তোর ইত্যাদি শব্দ ব্যবহার করে অসম্মান দেখানো।

তুয়

তুঅ, তুয় সর্ব. (ব্রজ.) তোমার।

তুঅ

তুঅ, তুয় সর্ব. (ব্রজ.) তোমার।

তীর্থঙ্কর

তীর্থংকর, তীর্থঙ্কর [ tīrtha-ṅkara, tīrthaṅkara ] বি. 1 জৈন ধর্মগুরু, সংখায় যাঁরা ছাব্বিশজন; 2 জৈন ও বৌদ্ধশাস্ত্রকার, সিদ্ধপুরুষ। [সং. তীর্থ + কর মুমাগম]।

তীর্থংকর

তীর্থংকর, তীর্থঙ্কর [ tīrtha-ṅkara, tīrthaṅkara ] বি. 1 জৈন ধর্মগুরু, সংখায় যাঁরা ছাব্বিশজন; 2 জৈন ও বৌদ্ধশাস্ত্রকার, সিদ্ধপুরুষ। [সং. তীর্থ + কর মুমাগম]।