তুখড়

তুখড়, তুখোড় [ tukhaḍ়, tukhōḍ় ] বিণ. 1 চালাকচতুর (তুখো়ড় ছেলে); 2 ওস্তাদ, দক্ষ, নিপুণ। [সং. তীক্ষ্ণ?]।

তুক্ক

তুক্ক [ tukka ] বি. 1 তির ছোড়া শিক্ষার সময় ব্যবহার্য হুলহীন বাণ বা তির, ভোঁতা তির; 2 (অল.) শ্লোকের শেষ বা চতুর্থ চরণ; 3 কীর্তনের অঙ্গবিশেষ। [ফা. তুকা]।

তুকতাক

তুকতাক বি. জাদুর মন্ত্রতন্ত্র।

তুক

তুক [ tuka ] বি. 1 বশীকরণের প্রকরণ, গুণ (তুক করা); 2 বশীকরণের মন্ত্র; জাদুমন্ত্র (অনেক তুক জানে); 3 (সংগীতে) খেয়াল ধ্রুপদাদি সংগীতের কলি বা চরণ। [হি. তুক]। তুকতাক বি. জাদুর মন্ত্রতন্ত্র।

তুঁদুলে

তুঁদুলে বিণ. তন্দুরে তৈরি হয়েছে এমন (তুঁদুলে রুটি)।

তুঁদুল

তুঁদুল [ tun̐dula ] বি. (কথ্য) তন্দুর, রুটি সেঁকার উনুনবিশেষ। [বাং. < উ.তন্দুর]। তুঁদুলে বিণ. তন্দুরে তৈরি হয়েছে এমন (তুঁদুলে রুটি)।

তুঁতিয়া

তুঁতিয়া, তুঁতে [ tun̐tiẏā, tun̐tē ] বি. তামা গন্ধক ও অম্ল ঘটিত পদার্থবিশেষ, হরিতাশ্ম, কপার সালফেট, copper sulphate; বা তার হালকা নীল রং। [সং. তুত্থক]।

তঁহু

তুঁ, তুঁহুঁ, তঁহু [ tu, n̐tum̐hu, n̐tam̐hu ] সর্ব. (ব্রজ.) তুমি; (আদরে) তুই (‘মরণ রে তুঁহুঁ মম শ্যাম সমান’: রবীন্দ্র)। [হি.]।

তুঁহুঁ

তুঁ, তুঁহুঁ, তঁহু [ tu, n̐tum̐hu, n̐tam̐hu ] সর্ব. (ব্রজ.) তুমি; (আদরে) তুই (‘মরণ রে তুঁহুঁ মম শ্যাম সমান’: রবীন্দ্র)। [হি.]।

তুঁ

তুঁ, তুঁহুঁ, তঁহু [ tu, n̐tum̐hu, n̐tam̐hu ] সর্ব. (ব্রজ.) তুমি; (আদরে) তুই (‘মরণ রে তুঁহুঁ মম শ্যাম সমান’: রবীন্দ্র)। [হি.]।