তুড়ি মেরে ওড়ানো
তুড়ি দিয়ে ওড়ানো, তুড়ি মেরে ওড়ানো ক্রি. বি. বাধাবিঘ্ন অগ্রাহ্য করে অতি সহজে জয়ী হওয়া।
তুড়ি দিয়ে ওড়ানো
তুড়ি দিয়ে ওড়ানো, তুড়ি মেরে ওড়ানো ক্রি. বি. বাধাবিঘ্ন অগ্রাহ্য করে অতি সহজে জয়ী হওয়া।
তোড়া
তোড়া1 [ tōḍ়ā1 ] বি. 1 থলি (টাকার তোড়া); 2 গোছা, তাড়া, স্তবক (ফুলের তোড়া); 3 পায়ের অলংকারবিশেষ। [আ. তুর্রাহ]। তুড়া2, তোড়া2 [ tuḍ়ā2, tōḍ়ā ] ক্রি. 1 ভাঙা বা ভেঙে ফেলা (হাড় তুড়েছে); 2 (বর্ত. বিরল) সমপরিমাণ খুচরো মুদ্রার সঙ্গে বিনিময় করা (টাকা তোড়া)। [প্রাকৃ. √ তুড়্ + বাং. আ -তু. হি. তোড়না]। তোড়া2, তোড়ানো [ tōḍ়ā2, tōḍ়ānō ] যথাক্রমে তুড়া1 2 ও তুড়ানো -র চলিত রূপ।