তুরঙ্গ

তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম [ turaga, turaṅga, turaṅgama ] বি. ঘোড়া, অশ্ব। [সং. তুর (ত্বরা) + √গম্ + অ, খচ্ (মুমাগম)]।

তুরকি নাচন

তুরকি নাচ, তুরকি নাচন বি. 1 ঘুরপাক খেয়ে উদ্দাম নৃত্য; 2 (আল.) পরের নির্দেশে চলতে বাধ্য হওয়ার ফলে অত্যন্ত বিপর্যস্ত বা নাজেহাল অবস্হা।

তুরকি নাচ

তুরকি নাচ, তুরকি নাচন বি. 1 ঘুরপাক খেয়ে উদ্দাম নৃত্য; 2 (আল.) পরের নির্দেশে চলতে বাধ্য হওয়ার ফলে অত্যন্ত বিপর্যস্ত বা নাজেহাল অবস্হা।

তুরকি

তুরকি [ turaki ] বি. বিণ. তুরস্কের লোক বা জাতি; তুরস্কের ভাষা বা লোক সম্বন্ধীয়; তুরস্কসম্বন্ধীয় (তুরকিদের ভাষা, তুরকি রীতি)। [ফা. তুর্কি]। তুরকি নাচ, তুরকি নাচন বি. 1 ঘুরপাক খেয়ে উদ্দাম নৃত্য; 2 (আল.) পরের নির্দেশে চলতে বাধ্য হওয়ার ফলে অত্যন্ত বিপর্যস্ত বা নাজেহাল অবস্হা।

তুম্বি

তুম্ব, তুম্বক, তুম্বি [ tumba, tumbaka, tumbi ] বি. 1 লাউ; 2 লাউয়ের শুকনো খোল; 3 লাউয়ের শুকনো খোল দিয়ে প্রস্তুত বাদ্যযন্ত্র। [সং. √তুম্ব্ + অ, + ক (স্বার্থে), + ই]।

তুম্বক

তুম্ব, তুম্বক, তুম্বি [ tumba, tumbaka, tumbi ] বি. 1 লাউ; 2 লাউয়ের শুকনো খোল; 3 লাউয়ের শুকনো খোল দিয়ে প্রস্তুত বাদ্যযন্ত্র। [সং. √তুম্ব্ + অ, + ক (স্বার্থে), + ই]।

তুম্ব

তুম্ব, তুম্বক, তুম্বি [ tumba, tumbaka, tumbi ] বি. 1 লাউ; 2 লাউয়ের শুকনো খোল; 3 লাউয়ের শুকনো খোল দিয়ে প্রস্তুত বাদ্যযন্ত্র। [সং. √তুম্ব্ + অ, + ক (স্বার্থে), + ই]।

তোবড়ানো

তুবড়ানো, তোবড়ানো ক্রি. বেঁকিয়ে বা মুচড়ে দেওয়া, টোল, খাওয়ানো (মেরে গাল তুবড়ে দেব)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

তুবড়ানো

তুবড়ানো, তোবড়ানো ক্রি. বেঁকিয়ে বা মুচড়ে দেওয়া, টোল, খাওয়ানো (মেরে গাল তুবড়ে দেব)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

তোবড়া

তুবড়া, তোবড়া [ tubaḍ়ā, tōbaḍ়ā ] ক্রি. চুপসানো, টোল খাওয়া (গাল তুবড়ে গেছে)। ☐ বিণ. চুপসে বা টোল খেয়ে গেছে এমন (তোবড়া গাল)। [আ. তোব্রা]। তুবড়ানো, তোবড়ানো ক্রি. বেঁকিয়ে বা মুচড়ে দেওয়া, টোল, খাওয়ানো (মেরে গাল তুবড়ে দেব)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।