তৃষ্ণাতুর

তৃষাতুর, তৃষ্ণাতুর, তৃষার্ত, তৃষ্ণার্ত বিণ. পিপাসায় কাতর (‘তৃষ্ণাতুর পাখিসম’: রবীন্দ্র)। স্ত্রী. তৃষাতুরা, তৃষ্ণাতুরা, তৃষার্তা, তৃষ্ণার্তা।

তৃষাতুর

তৃষাতুর, তৃষ্ণাতুর, তৃষার্ত, তৃষ্ণার্ত বিণ. পিপাসায় কাতর (‘তৃষ্ণাতুর পাখিসম’: রবীন্দ্র)। স্ত্রী. তৃষাতুরা, তৃষ্ণাতুরা, তৃষার্তা, তৃষ্ণার্তা।

তৃষ্ণালু

তৃষালু, তৃষ্ণালু বিণ. তৃষ্ণার্ত, তৃষ্ণাযুক্ত।

তৃষালু

তৃষালু, তৃষ্ণালু বিণ. তৃষ্ণার্ত, তৃষ্ণাযুক্ত।

তৃষ্ণার্ত

তৃষাতুর, তৃষ্ণাতুর, তৃষার্ত, তৃষ্ণার্ত বিণ. পিপাসায় কাতর (‘তৃষ্ণাতুর পাখিসম’: রবীন্দ্র)। স্ত্রী. তৃষাতুরা, তৃষ্ণাতুরা, তৃষার্তা, তৃষ্ণার্তা।

তৃষিত

তৃষিত বিণ. পিপাসাযুক্ত। স্ত্রী. তৃষিতা।

তৃণাসন

তৃণাসন বি. খড় ঘাস প্রভৃতি দিয়ে তৈরি আসন; কুশাসন।

তৃণাদ

তৃণভোজী (-জিন্), তৃণাদ বিণ. তৃণ আহার করে বেঁচে থাকে এমন।