তেওড়

তেওড়1 [ tēōḍ়1 ] বি. খেসারি; কলাই। [সং. ত্রিপুট]। তেওড়2 [ tēōḍ়2 ] বিণ. 1 বাঁকা, তেরচা; 2 তোবড়া। ☐ বি. বক্রতা। [< সং. ত্রি + √ বৃত্]।

তেতলা

তেতলা, তেতালা1 বিণ. তিন তলবিশিষ্ট, three storeyed. তেতালা2 বি. সংগীতের 16 মাত্রাযুক্ত তালবিশেষ।

তেঠেঙে

তেঠেঙে বিণ. 1তিন পা-বিশিষ্ট; 2 (ব্যঙ্গে) লাঠিযুক্ত (বৃদ্ধ)।

তেকাঠা

তেকাঠা বি. তিন খণ্ড কাঠে তৈরি তেকোনা পাত্রবিশেষ।

তেএঁটে

তেএঁটে বিণ. 1 তিন আঁটিযুক্ত; 2 কুত্সিত, কুদর্শন; 3 বদমাশ, ফিচেল, ধূর্ত।

তেমোহানা

তেমোহানা বি. তিনটি নদী বা নদীমুখের মিলনস্হল।

তেমেটে

তেমেটে বিণ. (সাধারণত প্রতিমাকে) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন।

তেমাথা

তেমাথা বি. তিন রাস্তার সংযোগস্হল বা মোড়।