তেঁ

তেঁ1 [ tē1 ] সর্ব. (প্রা. বাং.) তারা, তাহারা (‘তেঁ সহ্মে চোরায়ল’: শ্রীকৃ.)। [সং. তে]। তেঁ2, তেঁই, তেঁউ, তেঁএ [ tē2, n̐tēm̐i, tēm̐u, tēm̐ē ] অব্য. (প্রা. বাং.) তাই, সেইজন্য, তজ্জন্য (‘অনেকের পতি তেঁই পতি মোর বাম’: ভা. চ.)। [সং. তেন]।

তেজপাতা

তেজপত্র, তেজপাতা, (কথ্য) তেজপাত [ tēja-patra, tēja-pātā, (kathya) tēja-pāta ] বি. মশলা হিসাবে ব্যবহৃত গাছবিশেষের শুকনো পাতা। [বাং. তেজ + সং. পত্র]।

তেজপত্র

তেজপত্র, তেজপাতা, (কথ্য) তেজপাত [ tēja-patra, tēja-pātā, (kathya) tēja-pāta ] বি. মশলা হিসাবে ব্যবহৃত গাছবিশেষের শুকনো পাতা। [বাং. তেজ + সং. পত্র]।

তেজন

তেজন [ tējana ] বি. উজ্জ্বল বা দীপ্ত বা তীক্ষ্ণ করা। [সং. √ তিজ্ + অন]।

তেজ

তেজ, (বর্জি.) তেজঃ [ tēja, (barji.) tējḥ ] (-জস্) বি. 1 জ্যোতি, দীপ্তি, প্রভা, আলোক ও তাপ; 2 শক্তি, বিক্রম, প্রভাব; 3 রজোগুণ; 4 গর্ব, অহংকার, দেমাক (তেজ দেখিয়ে চলে গেল); 5 পৌরুষ; 6 রেতঃ, শুক্র। [সং. √ তিজ্ + অস্]।

তেঁদড়ামি

তেঁদড়ামি বি. বেয়াড়াপনা, দুষ্টামি, ধৃষ্টতা, নির্লজ্জতা।

ত্যাঁদড়

তেঁদড়, ত্যাঁদড় [ tēn̐daḍ়, tyān̐daḍ় ] বিণ. 1 ধুরন্ধর, অত্যন্ত বেয়াড়া এবং দুষ্টবুদ্ধিসম্পন্ন; 2 বেহায়া, নির্লজ্জ; 3 ধৃষ্ট। [দেশি]। তেঁদড়ামি বি. বেয়াড়াপনা, দুষ্টামি, ধৃষ্টতা, নির্লজ্জতা।

তেওর

তেওর [ tēōra ] বি. মত্সব্যবসায়ী জাতি, জেলে। [সং. তীবর]।

তেওড়া

তেওড়া1 [ tēōḍ়ā1 ] বিণ. বাঁকা। ☐ বি. বক্রতা। ☐ক্রি. বাঁকানো। [তেওড়2 দ্র]। তেওড়ানো ক্রি. বাঁকা করা বা হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। তেওড়া2 [ tēōḍ়ā2 ] বি. সংগীতের সাত মাত্রার তালবিশেষ। [দেশি]।