তেজস্বী

তেজস্বান, (-স্বত্), তেজস্বী (-স্বিন্) [ tējasbāna, (-sbat), tējasbī (-sbin) ] বিণ. 1 তেজোময়, জ্যোতির্ময়, দীপ্তিমান; 2 বিক্রমশালী, বীর্যবান; 3 তেজি। [সং. তেজঃ (তেজস্) + বত্, বিন্ (অস্ত্যর্থে)]। স্ত্রী. তেজস্বতী, তেজস্বিনী।

তেজস্বান

তেজস্বান, (-স্বত্), তেজস্বী (-স্বিন্) [ tējasbāna, (-sbat), tējasbī (-sbin) ] বিণ. 1 তেজোময়, জ্যোতির্ময়, দীপ্তিমান; 2 বিক্রমশালী, বীর্যবান; 3 তেজি। [সং. তেজঃ (তেজস্) + বত্, বিন্ (অস্ত্যর্থে)]। স্ত্রী. তেজস্বতী, তেজস্বিনী।

তেজস্ক্রিয়

তেজস্ক্রিয় [ tējaskriẏa ] বিণ. (বিজ্ঞা.) যা থেকে এমন এক রশ্মি বিকীর্ণ হয় যাতে অস্বচ্ছ পদার্থের ভিতর দিয়ে দেখা যায়, radio-active (বি.প.)। [সং. তেজস্ + √ কৃ + অ]। বি. তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়া।

তেজবরে

তেজবরে বিণ. তৃতীয়পক্ষে বিবাহকারী।

তেজবর

তেজবর [ tēja-bara ] বি. যে বর পূর্বে আরও দুবার বিবাহ করেছে; তৃতীয়বার বিবাহের পাত্র। [বাং. তেজ < প্রাকৃ. তিইজ্জ (সং. তৃতীয়) + বর]। তেজবরে বিণ. তৃতীয়পক্ষে বিবাহকারী।

তেজন

তেজন [ tējana ] বি. উজ্জ্বল বা দীপ্ত বা তীক্ষ্ণ করা। [সং. √ তিজ্ + অন]।

তেজ

তেজ, (বর্জি.) তেজঃ [ tēja, (barji.) tējḥ ] (-জস্) বি. 1 জ্যোতি, দীপ্তি, প্রভা, আলোক ও তাপ; 2 শক্তি, বিক্রম, প্রভাব; 3 রজোগুণ; 4 গর্ব, অহংকার, দেমাক (তেজ দেখিয়ে চলে গেল); 5 পৌরুষ; 6 রেতঃ, শুক্র। [সং. √ তিজ্ + অস্]।

তেঁদড়ামি

তেঁদড়ামি বি. বেয়াড়াপনা, দুষ্টামি, ধৃষ্টতা, নির্লজ্জতা।