ত তঁহি তঁহি [ tamhi ] (অব্য.) (ব্রজ. ও প্রা. বাং) ১. সেখানে; ২. সে; ৩. তা, তাহা; ৪. তাতে, তাহাতে। [সং. তস্মিন্]।
ত তঃ ত৩, (বর্জি.) তঃ [ ta, tḥ ] (তস্) হতে, থেকে, তে প্রভৃতি ৫মী ও ৭মী বিভক্তির স্হানে এবং হেতু অর্থে প্রযোজ্য প্রত্যয়বিশেষ (বিশেষত, প্রথমত, কার্যত, ধর্মত)। [সং. তল্]।
ত তিল তিল করে তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)।