তকলি

তকলি [ takali ] বি. সুতো কাটার যন্ত্রবিশেষ, টাকু। [গুজ.-তু. সং. তর্কু]।

তকলিফ

তকলিফ [ taka-lipha ] বি. কষ্ট (আমার জন্য আপনার অনেক তকলিফ হল)। [আ. তকলীফ্]।

তকদির

তকদির [ taka-dira ] বি. ভাগ্য, অদৃষ্ট, নসিব। [আ. তক্দীর়]।

তক

তক [ taka ] অব্য. পর্যন্ত, অবধি (শেষতক, কাঁহাতক আজতক)। [হি. তক]।

তঁহি

তঁহি [ tamhi ] (অব্য.) (ব্রজ. ও প্রা. বাং) ১. সেখানে; ২. সে; ৩. তা, তাহা; ৪. তাতে, তাহাতে। [সং. তস্মিন্]।

তইখন

তইখন [ ti-khana ] ক্রি-বিণ. (ব্রজ.) ততক্ষণে; তখন; তখনই। [সং. তত্ক্ষণ]।

তকমা

তকমা [ takamā ] বি. ১. চাপরাস; নিয়োগ বা পদের নিদর্শক পরিচ্ছদ (তকমা-আঁটা); ২. পদক। [আ. তগ্মা]।

তই

তই [ ti ] বি. আংটাহীন কড়াইবিশেষ। [দেশি]।

তঃ

ত৩, (বর্জি.) তঃ [ ta, tḥ ] (তস্) হতে, থেকে, তে প্রভৃতি ৫মী ও ৭মী বিভক্তির স্হানে এবং হেতু অর্থে প্রযোজ্য প্রত্যয়বিশেষ (বিশেষত, প্রথমত, কার্যত, ধর্মত)। [সং. তল্]।

তিল তিল করে

তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)।