তগাবি

তগাবি [ tagābi ] বি. জমির উন্নতির জন্য সরকারের কাছ থেকে কৃষক যে ঋণ পায়; কৃষিঋণ। [আ. তকাবী]।

তগর

তগর [ tagara ] বি. টগর ফুল বা তার গাছ। [সং. ত + √ গৃ + অ]।

তখরচ

তখরচ [ takharaca ] বি. নির্দিষ্ট খরচের আনুষঙ্গিক বাজে খরচ। [আ. তয় (ফা. তহ্) + ফা. খর্চ]।

তক্ষণ

তক্ষণ [ takṣaṇa ] বি. ১. অস্ত্রের সাহায্যে কাঠ ইত্যাদি চাঁচা বা কোঁদা; ছুতোরের কাজ (তক্ষণে নিযুক্ত); ২. রেঁদা, বাইস। [সং. √ তক্ষ্ + অন]। তক্ষণাস্ত্র বি. ছুতোরের অস্ত্র, যে অস্ত্রে তক্ষণ করা হয়। তক্ষণী বি. তক্ষণাস্ত্র -র অনুরূপ।

তক্ষক

তক্ষক [ takṣaka ] বি. ১. যে তক্ষণ করে অর্থাত্ ছুতোর; ২. অর্জুনের পৌত্র পরীক্ষিত্কে দংশনকারী সাপবিশেষ, অষ্টনাগের অন্যতম; ৩. গিরগিটিজাতীয় প্রাণিবিশেষ। [সং. তক্ষ্ + অক]।

তক্র

তক্র [ takra ] বি. ঘোল, দইয়ে জল মিশিয়ে প্রস্তুত ঘোল। [সং. তক্ + র (রক্)]।

তক্ষণী

তক্ষণী বি. তক্ষণাস্ত্র -র অনুরূপ।

তক্ষণাস্ত্র

তক্ষণাস্ত্র বি. ছুতোরের অস্ত্র, যে অস্ত্রে তক্ষণ করা হয়।

তক্তি

তক্তি [ takti ] বি. ১. ছোট তক্তা; ২. কাঠের দোয়াত; ৩. লেখার সুবিধার্থে প্রস্তুত কাঠের ডেস্ক; ৪. তক্তার আকারে প্রস্তুত চারকোনা চ্যাপটা মিষ্টান্নবিশেষ; ৫. কণ্ঠাভরণবিশেষ। [ফা. তখ্তী]।

তক্তা

তক্তা [ taktā ] বি. ১. কাঠের ফলক বা পাটা; ২. কাঠের তৈরি শোয়ার উপযোগী চৌকি (একখানা তক্তা পেতে শুয়ে পড়ল); ৩. কাগজের তা। [ফা. তখ্তা]।