তোয়

তোয়1 [ tōẏa1 ] বি. জল। [সং. √ তু + য]। তোয়দ বি. যে জল দেয় অর্থাত্ মেঘ। তোয়দাগম বি. 1 বর্ষাকাল; 2 মেঘের বা বর্ষার আবির্ভাব। তোয়নিধি, তোয়ধি বি. সমুদ্র। তোয়2 [ tōẏa2 ] সর্ব. (ব্রজ.) তোমাকে, তোমার প্রতি (‘মাধব, বহুত মিনতি করি তোয়’: বিদ্যা.)। [বাং. তুঅ]।

তওবা

তোবা, তওবা [ tōbā, tōbā ] অব্য. (প্রধানত মুসলমানদের) অনুতাপসূচক বা অন্যায়মূলক কাজের প্রতি ঘৃণাসূচক খেদোক্তি বা কোনো কাজ ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞাসূচক উক্তি (তোবা তোবা, এমন কাজ আর করব না)। [আ. তৌবহ্]।

তোয়ানো

তোয়ানো, টোয়ানো [ tōẏānō, ṭōẏānō ] ক্রি. বি. 1 হাত দিয়ে অনুভব করা; 2 হাতড়ানো; 3 খোঁজা; 4 হাত বুলানো; 5 মর্দন করা (অনেকক্ষণ ঘরে গা-হাত টুইয়ে আরাম দিল)। [তোয়া দ্র]।

তোবা

তোবা, তওবা [ tōbā, tōbā ] অব্য. (প্রধানত মুসলমানদের) অনুতাপসূচক বা অন্যায়মূলক কাজের প্রতি ঘৃণাসূচক খেদোক্তি বা কোনো কাজ ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞাসূচক উক্তি (তোবা তোবা, এমন কাজ আর করব না)। [আ. তৌবহ্]।

তোফা

তোফা [ tōphā ] বিণ. 1 চমত্কার, অতি সুন্দর, অত্যন্ত ভালো; 2 অতি উপাদেয় (তোফা খানা খেয়েছি)। [আ. তুহ্ফাহ্]।

তোপ দাগা

তোপ দাগা ক্রি. বি. কামান থেকে গোলা বর্ষণ করা।

তোপখানা

তোপখানা বি. যেখানে কামান তৈরি হয় বা রাখা হয়।

তোপ

তোপ [ tōpa ] বি. কামান। [তুর]। তোপখানা বি. যেখানে কামান তৈরি হয় বা রাখা হয়। তোপ দাগা ক্রি. বি. কামান থেকে গোলা বর্ষণ করা। তোপধ্বনি বি. কামানের গোলার আওয়াজ।

তোড়ানো

তোড়া2, তোড়ানো [ tōḍ়ā2, tōḍ়ānō ] যথাক্রমে তুড়া1 2 ও তুড়ানো -র চলিত রূপ।