তোবা, তওবা [ tōbā, tōbā ] অব্য. (প্রধানত মুসলমানদের) অনুতাপসূচক বা অন্যায়মূলক কাজের প্রতি ঘৃণাসূচক খেদোক্তি বা কোনো কাজ ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞাসূচক উক্তি (তোবা তোবা, এমন কাজ আর করব না)। [আ. তৌবহ্]।
তোবা, তওবা [ tōbā, tōbā ] অব্য. (প্রধানত মুসলমানদের) অনুতাপসূচক বা অন্যায়মূলক কাজের প্রতি ঘৃণাসূচক খেদোক্তি বা কোনো কাজ ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞাসূচক উক্তি (তোবা তোবা, এমন কাজ আর করব না)। [আ. তৌবহ্]।
তোপ [ tōpa ] বি. কামান। [তুর]। তোপখানা বি. যেখানে কামান তৈরি হয় বা রাখা হয়। তোপ দাগা ক্রি. বি. কামান থেকে গোলা বর্ষণ করা। তোপধ্বনি বি. কামানের গোলার আওয়াজ।