ত্রৈবর্ষিক

ত্রৈবর্ষিক [ traibarṣika ] বিণ. যা তিন বছরে সম্পন্ন হবে। [সং. ত্রিবর্ষ + ইক (ভবিষ্যদর্থে)]।

ত্রৈবার্ষিক

ত্রৈবার্ষিক [ traibārṣika ] বিণ. ১. তিন বছর অন্তর অনুষ্ঠিত বা উত্পন্ন হয় এমন; ২. যার তিন বছর অতীত হয়েছে। [সং. ত্রিবর্ষ + ইক]।

ত্রৈবিদ্য

ত্রৈবিদ্য [ traibidya ] বি. যিনি ঋক্ সাম যজুঃ এই তিন বেদেই বিদ্বান। [সং. ত্রিবিদ্য + অ]।

ত্রৈমাসিক

ত্রৈমাসিক [ traimāsika ] বিণ. ১. তিন মাস অন্তর ঘটে বা জন্মে এমন; ২. তিন মাসব্যাপী; ৩. তিন মাস বয়স্ক। ☐ বি. তিন মাস অন্তর প্রকাশিত সাময়িক পত্রিকা। [সং. ত্রিমাস + ইক]।

ত্রৈরাশিক

ত্রৈরাশিক [ trairāśika ] বি. (গণি.) তিন রাশির সম্বন্ধঘটিত অঙ্কপ্রণালীবিশেষ, rule of three. [সং. ত্রিরাশি + ইক]।

ত্রৈলঙ্গ

ত্রৈলঙ্গ [ trailaṅga ] বিণ. তৈলঙ্গ প্রদেশসম্বন্ধীয়, তেলেঙ্গা। ☐ বি. অন্ধ্র বা তেলিঙ্গানার অধিবাসী বা ভাষা; তেলুগু। [সং. ত্রিকলিঙ্গ]।

ত্রৈলোক্য

ত্রৈলোক্য [ trailōkya ] বি. স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকের সমষ্টি। [সং. ত্রিলোক + য]।

ত্র্যংশ

ত্র্যংশ [ tryaṃśa ] বি. তৃতীয় অংশ বা ভাগ। [সং. ত্রি + অংশ]।

ত্র্যক্ষরা

ত্র্যক্ষরা বি. (স্ত্রী.) বেদমাতা প্রণবরূপা পরমা বিদ্যা।

ত্র্যক্ষর

ত্র্যক্ষর [ tryakṣara ] বি. ওঙ্কার, ওঁ মন্ত্র, প্রণব। ☐ বিণ. বর্ণত্রয়যুক্ত। [সং. ত্রি + অক্ষর]। ত্র্যক্ষরা বি. (স্ত্রী.) বেদমাতা প্রণবরূপা পরমা বিদ্যা।