ত্বাদৃশ

ত্বাদৃশ [ tbādṛśa ] বিণ. তোমার সদৃশ, তোমার তুল্য। [সং. ত্বদ্ (=যুষ্মদ্) + √ দৃশ্ + অ]।

ত্বাচ

ত্বাচ [ tbāca ] বিণ. ১. ত্বকসম্বন্ধীয়; ২. ত্বকের স্পর্শ দিয়ে বোঝা যায় এমন। [সং. ত্বচ্ + অ]।

ত্রয়ী

ত্রয়ী [ traẏī ] বি. ১. ব্রহ্মা বিষ্ণু ও শিব এই ত্রিমূর্তি; ২. ঋক্, সাম ও যজুঃ এই তিন বেদ (ত্রয়ীবিদ্যা)। ☐ বিণ. স্ত্রী. ত্রয় -এর অর্থে। ত্রয়ীধর্ম বি. তিন বেদের বিহিত ধর্ম।

ত্রপু

ত্রপু [ trapu ] বি. ১. সীসা; ২. রাং; ৩. দস্তা। [সং. √ ত্রপ্ + উ]।

ত্রপিতা

ত্রপিতা স্ত্রী. ত্রপিত বিণ. লজ্জিত।

ত্রপিত

ত্রপিত বিণ. লজ্জিত। স্ত্রী. ত্রপিতা।

ত্রপা

ত্রপা [ trapā ] বি. লজ্জা। [সং. √ ত্রপ্ + অ + আ]। ত্রপিত বিণ. লজ্জিত। স্ত্রী. ত্রপিতা।

ত্রপমাণ

ত্রপমাণ [ trapa-māṇa ] বিণ. লজ্জা পাচ্ছে এমন, লজ্জমান। [সং. √ ত্রপ্ + মান]।

ত্রস্তা

ত্রস্তা স্ত্রী. ত্রস্ত (ত্রস্তা হরিণী)।