ত্বরণ

ত্বরণ [ tbaraṇa ] বি. (বিজ্ঞা.) বেগের ক্রমবৃদ্ধি, acceleration (বি. প.)। [সং. √ ত্বর্ + অন]।

তৌলন

তৌলন [ taulana ] বি. ওজন করা। [সং. তুলন + অ]।

ত্বরমাণ

ত্বরমাণ [ tbara-māṇa ] বিণ. ১. ত্বরান্বিত; ২. শীঘ্রকারী, ব্যস্ত, ক্ষিপ্রকারী, তাড়াতাড়ি করছে এমন। [সং. √ ত্বর্ + মান]।

ত্বরান্বিত

ত্বরান্বিত [ tbarānbita ] বিণ. ১. দ্রুত বা দ্রুততর করা হয়েছে এমন; ত্বরিত; ২. শীঘ্র, ক্ষিপ্র। [সং. ত্বরা + অন্বিত]।

ত্যজ্যমান

ত্যজ্যমান [ tyajya-māna ] বিণ. ত্যাগ করা হচ্ছে এমন, পরিত্যক্ত হচ্ছে এমন। [সং. √ ত্যজ্ + আন]।

ত্যজন

ত্যজন [ tyajana ] বি. ১. বর্জন, পরিহার করা; ২. ক্ষেপণ। [সং. √ ত্যজ্ + অন]।

তিতিবিরক্ত

ত্যক্তবিরক্ত, (কথ্য) তিতিবিরক্ত বিণ. উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, জ্বালাতন (একেবারে তিতিবিরক্ত হয়ে গেছি)।

ত্যক্তবিরক্ত

ত্যক্তবিরক্ত, (কথ্য) তিতিবিরক্ত বিণ. উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, জ্বালাতন (একেবারে তিতিবিরক্ত হয়ে গেছি)।

ত্যক্ত

ত্যক্ত [ tyakta ] বিণ. ১. পরিত্যাগ বা পরিহার করা হয়েছে এমন, বর্জিত (ত্যক্তসর্বস্ব); ২. বিরক্ত (ত্যক্ত কোরো না)। [সং. ত্যজ্ + ত]। ত্যক্তবিরক্ত, (কথ্য) তিতিবিরক্ত বিণ. উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, জ্বালাতন (একেবারে তিতিবিরক্ত হয়ে গেছি)।

ত্বিষাম্পতি

ত্বিষাম্পতি [ tbiṣāmpati ] বি. সূর্য। [সং. ত্বিষাম্ (দীপ্তি) + পতি]।