ত্বরান্বিত
ত্বরান্বিত [ tbarānbita ] বিণ. ১. দ্রুত বা দ্রুততর করা হয়েছে এমন; ত্বরিত; ২. শীঘ্র, ক্ষিপ্র। [সং. ত্বরা + অন্বিত]।
তিতিবিরক্ত
ত্যক্তবিরক্ত, (কথ্য) তিতিবিরক্ত বিণ. উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, জ্বালাতন (একেবারে তিতিবিরক্ত হয়ে গেছি)।
ত্যক্তবিরক্ত
ত্যক্তবিরক্ত, (কথ্য) তিতিবিরক্ত বিণ. উত্ত্যক্ত, অত্যন্ত বিরক্ত, জ্বালাতন (একেবারে তিতিবিরক্ত হয়ে গেছি)।