ত তদবধি তদবধি [ tadabadhi ] ক্রি-বিণ. সেই সময় থেকে, সেইসময় বা ঘটনার পর থেকে, সেই অবধি (তদবধি তার মনে শান্তি নেই)। [সং. তদ্ + অবধি]।
ত তত্তুল্য তত্তুল্য [ tattulya ] বিণ. তার তুল্য, তার সদৃশ, তার মতো (তত্তুল্য সজ্জন); সেইরকম। [সং. তত্ + তুল্য]।
ত তত্তাবত্ তত্তাবত্ [ tattābat ] বি. বিণ. সেইসব, সেইসমস্ত, সেই সমুদয় (গ্রামে থেকে সে তত্তাবত্ দেখাশুনা করছে)। [সং. তত্ + তাবত্]।
ত ততোধিক ততোধিক [ tatōdhika ] বিণ. আরত্ত বেশি; তার চেয়েও বেশি (‘যত না পশ্চাত্পদ, ততোধিক বিমুখ অতীতে’: সু. দ.)। [সং. ততঃ + অধিক]।