ত তদেক তদেক [ tadēka ] বিণ. ১. তার সঙ্গে এক বা অভিন্ন; ২. সেই একমাত্র, অনন্য (তদেকশরণ)। [সং. তদ্ + এক]। তদেকচিত্ত বিণ. তন্ময়, অনন্যমনা।
ত তদাত্মা তদাত্মা [ tadātmā ] (-ত্মন্) বিণ. ১. তত্স্বরূপ; ২. তার সঙ্গে অভিন্ন। [সং. তদ্ + আত্মন্]। তাদাত্ম্য বি. তত্স্বরূপতা, অভেদ।
ত তদ্ধিত তদ্ধিত [ taddhita ] বি. (ব্যাক.) শব্দের উত্তর বিহিত প্রত্যয়-যেমন দশরথ + ই = দাশরথি, দুরন্ত + পনা = দুরন্তপনা। [সং. তদ্ (সেই অর্থাত্ মূলশব্দে) + হিত (উপযুক্ত)]।
ত তদানীন্তন তদানীন্তন [ tadānīntana ] বিণ. তত্কালীন, তখনকাল (তদানীন্তন সভাপতি, তদানীন্তন অবস্হা)। [সং. তদানীম্ + তন]।
ত তদ্দণ্ডে তদ্দণ্ডে [ taddaṇḍē ] ক্রি-বিণ. সেই মুহূর্তে, তত্ক্ষণাত্ (সে তদ্দণ্ডে ঘর থেকে বেরিয়ে গেল)। [সং. তদ্ + দণ্ড + বাং. এ বিভক্তি]।
ত তদুপরি তদুপরি [ tadupari ] অব্য. ক্রি-বিণ. তার উপর, তার অতিরিক্ত, তা ছাড়া (তিনি বিদ্বান ও বুদ্ধিমান, তদুপরি তাঁর অর্থেরও অভাব নেই)। [সং. তদ্ + উপরি]।
ত তদীয় তদীয় [ tadīẏa ] বিণ. তার, সেই ব্যক্তির বা সেই ব্যক্তিসম্বন্ধীয় (তদীয় বাসভবন, তদীয় সংবাদ)। [সং. তদ্ + ঈয়]।