ত তন্দুর তন্দুর [ tandura ] বি. রুটি, পাঁউরুটি প্রভৃতি সেঁকবার উনুনবিশেষ। [উ. তন্দুর < ফা. তনূর্]। তন্দুরি বি. রুটিবিশেষ।
ত তনয় তনয় [ tanaẏa ] বি. পুত্র, ছেলে (রাজার তনয়)। [সং. √ তন্ (=বিস্তার) + অয়]। তনয়া বি. (স্ত্রী.) কন্যা, মেয়ে।
ত তনিমা তনিমা [ tanimā ] (-মন্) বি. (শরীরের) সূক্ষ্মতা বা মনোরম কৃশতা (‘জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা’: রবীন্দ্র)। [সং. তনু + ইমন্]।