তপস্বী
তপস্বী [ tapasbī ] (-স্বিন্) বিণ. বি. ১. সাধারণত সংসার ত্যাগ করে অরণ্যবাসী হয়ে যিনি কঠোর নিয়মে দেবতার আরাধনা করেন, তাপস, মুনি, যোগী; সর্বপ্রকার ইন্দ্রিয়মুখ বর্জন করে ঈশ্বরের সাধনায় নিযুক্ত ব্যক্তি; ২. (বর্ত. অপ্র.) অনুকম্পার পাত্র; ৩. তপসে মাছ। [সং. তপস্ + বীন্]। বিণ. বি. (স্ত্রী) তপস্বিনী (‘তপস্বিনী হে ধরণী’: রবীন্দ্র)।
তন্নিবন্ধন
তন্নিবন্ধন [ tannibandhana ] (বর্ত. অপ্র.) ক্রি-বিণ. সেইজন্য, সেই কারণে। (তিনি তন্নিবন্ধন তথায় গমন করিলেন)। [সং. তদ্ + নিবন্ধন]।