তপস্যা

তপস্যা [ tapasyā ] বি. তপ, যোগ, ব্রত; পাপক্ষয় স্বর্গলাভ ব্রহ্মজ্ঞান জ্ঞানার্জন ইত্যাদি কোনো মহত্ উদ্দেশ্যে কঠোর সাধনা। [সং. তপস্ + য + অ + আ (স্ত্রী.)]।

তপস্বিনী

তপস্বিনী বিণ. বি. (স্ত্রী) তপস্বী (‘তপস্বিনী হে ধরণী’: রবীন্দ্র)।

তপস্বী

তপস্বী [ tapasbī ] (-স্বিন্) বিণ. বি. ১. সাধারণত সংসার ত্যাগ করে অরণ্যবাসী হয়ে যিনি কঠোর নিয়মে দেবতার আরাধনা করেন, তাপস, মুনি, যোগী; সর্বপ্রকার ইন্দ্রিয়মুখ বর্জন করে ঈশ্বরের সাধনায় নিযুক্ত ব্যক্তি; ২. (বর্ত. অপ্র.) অনুকম্পার পাত্র; ৩. তপসে মাছ। [সং. তপস্ + বীন্]। বিণ. বি. (স্ত্রী) তপস্বিনী (‘তপস্বিনী হে ধরণী’: রবীন্দ্র)।

তপোবন

তপোবন [ tapō-bana ] বি. মুনিঋষিদের তপস্যার সহায়ক নির্জন ও শান্ত বন; মুনিঋষিদের আশ্রম। [সং. তপঃ (তপস্) + বন]।

তপনীয়

তপনীয় [ tapanīẏa ] বিণ. ১. উত্তপ্ত করবার উপযুক্ত; ২. উত্তপ্ত করা সম্ভব এমন; ৩. দনহীয়। ☐ বি. স্বর্ণ। [সং. √ তপ্ + অনীয়]।

তন্বী

তন্বী [ tanbī ] বি. বিণ. (স্ত্রী.) তনু অঙ্গ যার, কৃশাঙ্গী; যার দেহ কৃশ কিন্তু মনোরম। [সং. তনু + ঈ (স্ত্রী.)]।

তন্নিষ্ঠ

তন্নিষ্ঠ [ tanniṣṭha ] বিণ. সেই বিষয়ে নিবিষ্ট, তন্মনস্ক; একাগ্র। [সং. তদ্ + নিষ্ঠ]।

তন্নিমিত্ত

তন্নিমিত্ত [ tannimitta ] ক্রি-বিণ. সেইজন্য, সেইকারণে। [সং. তদ্ + নিমিত্ত]।

তন্নিবন্ধন

তন্নিবন্ধন [ tannibandhana ] (বর্ত. অপ্র.) ক্রি-বিণ. সেইজন্য, সেই কারণে। (তিনি তন্নিবন্ধন তথায় গমন করিলেন)। [সং. তদ্ + নিবন্ধন]।

তন্নতন্ন

তন্নতন্ন [ tanna-tanna ] ক্রি-বিণ. পুঙ্খানুপুঙ্খ, পাতিপাতি (তন্নতন্ন করে খুঁজে দেখা দরকার)। [সং. তদ্ + ন + তদ্ + ন]।