তোল

তোল, তোলক [ tōla, tōlaka ] বি. তোলা, 8 রতি বা 16 মাষা। [সং. √ তুল্ + অ, + ক]।

তোরা

তোরা2 [ tōrā2 ] বি. 1 উষ্ণীষের ভূষণবিশেষ, টায়রা; 2 পাগড়ির উপর লাগানো পাখির পালক। [আ. তুর্রা]।

তোষিণী

তোষিণী বি. স্ত্রী. সন্তোষকারিণী।

তোষণীয়

তোষণীয় বিণ. তোষণযোগ্য, তুষ্ট করা উচিত বা প্রয়োজন এমন।

তোষণ

তোষণ বি. 1 সন্তোষ, তৃপ্তি; 2 সন্তোষসাধন, তৃপ্তিবিধান; 3 তৃপ্তিসাধক বস্তু।

তোষ

তোষ [ tōṣa ] বি. সন্তোষ, তৃপ্তি; আনন্দ (আশুতোষ)। [সং. √ তুষ্ + অ]। তোষণ বি. 1 সন্তোষ, তৃপ্তি; 2 সন্তোষসাধন, তৃপ্তিবিধান; 3 তৃপ্তিসাধক বস্তু। তোষণীয় বিণ. তোষণযোগ্য, তুষ্ট করা উচিত বা প্রয়োজন এমন। তোষিণী বি. স্ত্রী. সন্তোষকারিণী।

তোয়ানো

তোয়ানো, টোয়ানো [ tōẏānō, ṭōẏānō ] ক্রি. বি. 1 হাত দিয়ে অনুভব করা; 2 হাতড়ানো; 3 খোঁজা; 4 হাত বুলানো; 5 মর্দন করা (অনেকক্ষণ ঘরে গা-হাত টুইয়ে আরাম দিল)। [তোয়া দ্র]।

তোয়ধি

তোয়নিধি, তোয়ধি বি. সমুদ্র।

তোয়দাগম

তোয়দাগম বি. 1 বর্ষাকাল; 2 মেঘের বা বর্ষার আবির্ভাব।