ত্বরিতগতি

ত্বরিতগতি, ত্বরিতগমন বিণ. ক্ষিপ্রগামী, দ্রুতগামী (ত্বরিতগতি বায়ু, ত্বরিতগতি ট্রেন)।

ত্বরিত

ত্বরিত1 [ tbarita1 ] বিণ. ক্রমশ বেগ বাড়ানো হয়েছে এমন, accelerated. [সং. √ ত্বর্ + ণিচ্ + ত]। ত্বরিত2 [ tbarita2 ] বিণ. ক্ষিপ্র, শীঘ্র, দ্রুত। [সং. √ ত্বর্ + ত]। ত্বরিতগতি, ত্বরিতগমন বিণ. ক্ষিপ্রগামী, দ্রুতগামী (ত্বরিতগতি বায়ু, ত্বরিতগতি ট্রেন)।

তোষক

তোষক [ tōṣaka ] তোশক -র বানানভেদ।

ত্রয়

ত্রয় [ traẏa ] বি. (বস্তু বা ব্যক্তির) তিনটি বা তিনের সমষ্টি (বেদত্রয়, বৃক্ষত্রয়, গ্রন্হত্রয়)। ☐ বিণ. তিনসংখ্যক। [সং. ত্রি + অয়]। ত্রয়ঃপঞ্চাশত্বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ত্রয়ঃপঞ্চাশত্তম বি. বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ত্রয়ঃপঞ্চাশত্তমী। ত্রয়শ্চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক। স্ত্রী.  ত্রয়শ্চত্বারিংশত্তমী। ত্রয়ঃষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ত্রয়ঃষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ত্রয়ঃ.ষষ্ঠিতমী। ত্রয়ঃ.সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ত্রয়ঃ.সপ্ততিতম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ত্রয়ঃ.সপ্ততিতমী। ত্রয়স্ত্রিংশত্ বি. বিণ. 33 সংখ্যা বা সংখ্যক। ত্রয়স্ত্রিংশ, ত্রয়স্ত্রিংশত্তমবিণ. 33 সংখ্যক। স্ত্রী. ত্রয়স্ত্রিংশত্তমী।

ত্বষ্টা

ত্বষ্টা [ tbaṣṭā ] (-ষ্টৃ) বি. 1 সূত্রধর, ছুতোর; 2 দেবশিল্পী বিশ্বকর্মা। [সং. √ ত্বক্ষ্ (তক্ষণ করা) + তৃ]।

ত্বরিতগমন

ত্বরিতগতি, ত্বরিতগমন বিণ. ক্ষিপ্রগামী, দ্রুতগামী (ত্বরিতগতি বায়ু, ত্বরিতগতি ট্রেন)।

তোষিণী

তোষিণী বি. স্ত্রী. সন্তোষকারিণী।