ঝুরা

ঝুরা১ [ jhurā১. ] ক্রি. (প্রা. বাং.) ১. খেদ করা বা কাঁদা (‘কানুর পিরীতে ঝুরি দিবা রাতে’: চণ্ডী); ২. ঝরা, গলে পড়া (‘রূপ লাগি আঁখি ঝুরে’: জ্ঞান.); ৩. শীর্ণ বা ম্লান হওয়া (‘ঝুরত তুয়া বিনু রাই’: গো. দা.)। [মৈ. √ ঝুর < প্রাকৃ. √ জুর < সং. √ খিদ]। ঝুরা২, (কথ্য) ঝুরো [ jhurā, (kathya) jhurō ] বিণ. ১. গুঁড়ানো, চূর্ণিত; ২. শুষ্ক ও ঝুরঝুরে (ঝুরো মাটি)। [তু. সং. চূর্ণ]। ঝুরাঝুরা, ঝুরোঝুরো বিণ. ঝুরঝুরে।

ঝুরো

ঝুরা২, (কথ্য) ঝুরো [ jhurā, (kathya) jhurō ] বিণ. ১. গুঁড়ানো, চূর্ণিত; ২. শুষ্ক ও ঝুরঝুরে (ঝুরো মাটি)। [তু. সং. চূর্ণ]।

ঝোলানো

ঝুলানো, ঝোলানো ক্রি. বি. লম্বিত করা, লটকানো, টাঙানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঝুলানো

ঝুলানো, ঝোলানো ক্রি. বি. লম্বিত করা, লটকানো, টাঙানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঝুলাঝুলি

ঝুলাঝুলি, ঝোলাঝুলি বি. ১. বারবার বা ক্রমাগত ঝোলা; ২. ক্রমাগত সনির্বন্ধ অনুরোধ (আমাকে নিয়ে যাবার জন্য সে কী ঝোলাঝুলি)।

ঝোলাঝুলি

ঝুলাঝুলি, ঝোলাঝুলি বি. ১. বারবার বা ক্রমাগত ঝোলা; ২. ক্রমাগত সনির্বন্ধ অনুরোধ (আমাকে নিয়ে যাবার জন্য সে কী ঝোলাঝুলি)।

ঝুলা

ঝুলা, ঝোলা [ jhulā, jhōlā ] ক্রি. বি. ১. লম্বিত হওয়া (কড়িকাঠ থেকে ঝুলছে); ২. দোল খাওয়া (গাছে দড়ি বেঁধে ঝুলছে); ৩. পক্ষপাতী হওয়া, কোনো বিশেষ দিকে ঝোঁকা (তার দিকে মন ঝুলেছে)। [বাং. ঝুল + আ]। ঝুলাঝুলি, ঝোলাঝুলি বি. ১. বারবার বা ক্রমাগত ঝোলা; ২. ক্রমাগত সনির্বন্ধ অনুরোধ (আমাকে নিয়ে যাবার জন্য সে কী ঝোলাঝুলি)। ঝুলানো, ঝোলানো ক্রি. বি. লম্বিত করা, লটকানো, টাঙানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঝোড়ো

ঝোড়ো [ jhōḍō ] বিণ. ১. ঝড়সম্বন্ধীয়; ২. ঝড়যুক্ত (ঝোড়ো বাতাস); ৩. ঝড় সৃষ্টিকারী (ঝোড়ো মেঘ); ৪. ঝড়ে পীড়িত (ঝোড়ো কাক); ৫. ঝড়ে পড়েছে এমন (ঝোড়ো আম)। [বাং. ঝড় + উয়া > ও]।