জৌ

জউ, জৌ [ ju, jau ] বি. লাক্ষা, গালা। [সং. জতু > প্রাকৃ. জউ]।

জড়োপাসনা

জড়োপাসনা [ jaḍōpāsanā ] বি. জড়প্রকৃতির পূজা, fetishism.

জই

জই [ ji ] বি. যবজাতীয় শস্যবিশেষ। [সং. যবিকা]।

জলে কুমির ডাঙায় বাঘ

জলে কুমির ডাঙায় বাঘ–(প্রাণঘাতী) উভয়সংকট। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ–প্রবল প্রতিপত্তিশালী ব্যক্তির অধীনে থেকে তারই সঙ্গে বিবাদ।

জড়োপাসক

জড়োপাসক [ jaḍōpāsaka ] বিণ. জড়প্রকৃতি অর্থাত্ নদী বৃক্ষ প্রভৃতি অচেতন পদার্থের উপাসনাকারী। [সং. জড় + উপাসক]।

জড়ুর

জডুল, (বিরল) জড়ুর [ jaḍula, jaḍura ] বি. গায়ের চামড়ায় তিলের চেয়ে জড় জন্মচিহ্নবিশেষ। [সং. জটুল]।

জোর কদম

জোর কদম–বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি।

জৌহর

জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।

জৌঘর

জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।